1. admin@dailygoraishobvotha.com : dailygorai : Salim Takku
শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত- গড়াই সভ্যতা কুষ্টিয়ায় শশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু !-গড়াই সভ্যতা কুষ্টিয়ায় বিধান হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন- গড়াই সভ্যতা আহত হনুমান কে উদ্ধার করলো বিবিসিএফ কুষ্টিয়া টিম- গড়াই সভ্যতা কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকদের ইউনিফর্ম বিতরণ- গড়াই সভ্যতা ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করলো কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, আটক ৩- গড়াই সভ্যতা কুষ্টিয়া জেলা পুলিশের নতুন সাইবার ক্রাইম ইউনিট চালু- গড়াই সভ্যতা কুষ্টিয়া কুমারখালীতে লস্কর গ্রুপ ও মন্ডল গ্রুপের সংঘর্ষ নিহত ১ আহত ১০-গড়াই সভ্যতা দুই এসআই নিহত: গাড়ি চালাচ্ছিলেন আসামি-গড়াই সভ্যতা কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন ১ জনার আমৃত্যু কারাদন্ড- গড়াই সভ্যতা

বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে ‘রিয়েলমি এক্সটি’ স্মার্টফোন- গড়াই সভ্যতা

গড়াই সভ্যতা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৪ বার পঠিত

ফের স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একটি ‘রিয়েলমি এক্সটি’ ফোনে বিস্ফোরণের খবর সামনে এসেছে। চলতি সপ্তাহেই বিস্ফোরণের ফলে এই ফোনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ভারতে সন্দীপ কুন্ডু নামের একজন টুইটারে ফোনটি বিস্ফোরণের ভিডিও শেয়ার করেন। যা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ২৮ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করেন তিনি।

এর আগে ২০২০ সালের জুন মাসে রিয়েলমি এক্সটি ফোন বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

ভিডিওতে দেয়া যাচ্ছে, ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে ফোনের ব‍্যাকে যেখানে ব‍্যাটারি থাকে। ফ্রন্টে ফোনের স্ক্রিন সম্পূর্ণ জ্বলে গেছে এবং ক‍্যামেরা মডিউল‌ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সন্দীপ কুন্ডুর টুইট অনুযায়ী, তার বন্ধুর রিয়েলমি এক্সটি ফোনে ব্লাস্ট হয়ে সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সন্দীপ একটি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, ফোনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে, টুইটার ব্যবহারকারী এবং তার বন্ধু ফোনটি থেকে ধোঁয়া বের হতে দেখে ভিডিও রেকর্ডিং করা শুরু করেন।

কয়েক ঘণ্টা পরে এক ট্যুইটে কোম্পানির তরফে এই ফোন নিয়ে নিকটবর্তী সার্ভিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সার্ভিস সেন্টার থেকেই এই সমাধানের আশ্বাস দিয়েছে রিয়েলমি।

তবে কেন এই ফোনে বিস্ফোরণ ঘটল সেই কারণ এখনও অজানা। ‘রিয়েলমি এক্সটি’ ফোনটি ওয়্যারিন্টির অধীনে ছিল কি না তাও জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল এই রিয়েলমি এক্সটি ( Realme XT।) এখনও রিয়েলমি ডট কম ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি হচ্ছে। গত বছরেও একটি এই ফোনে বিস্ফোরণের খবর সামনে এসেছিল। সেই সময় গ্রাহক সার্ভিস সেন্টারে পোড়া ফোনের ছবি নিয়ে গেলে কোম্পানির তরফে জানানো হয়েছিল বাহ্যিক শক্তি প্রয়োগ করার কারণে ফোনে বিস্ফোরণ হয়েছিল।

সূত্র: এই সময়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 daily gorai
Theme Customized BY LatestNews