সারা পৃথিবীর এই সময়ের ছবি টা দেখে মনে হচ্ছে মানুষ বড় নিরুপায় অসহায়,অার মানুষ নিরুপায় বলেই এই যে অামরা মানুষ অাজ এত লম্ফঝম্ফ করি চাঁদে লোক পাঠায় ,মঙ্গলগ্রহে বসতী গড়তে চাই,নিঊক্লিয়ার বোমা বানায় ,যুদ্ধ যুদ্ধ খেলি,ক্ষমতার লোভ এত কিছুর দম্ভ থাকার পরও অামরা অদৃশ্য এক শক্তীর সূত্র খুজে পাচ্ছিনা,৷
এই অদৃশ্য শক্তি সমস্ত পৃথিবীকে একটা জেলখানা তে পরিনত করেছে,,বিশ্বাস করতে হচ্ছে শুধু দৃশ্য নয় অদৃশ্য বলেও কিছু একটা অাছে যা অামাদের পরাণ পাখি কে এরেষ্ট করতে পারে!!
যারা বলেন এবং বিশ্বাস করেন যে স্রষ্ঠা বলে কিছূ নেই যা দেখা যায় না তা অামরা বিশ্বাস করিনা ,,বলেন যে “”অান সিন ইজ নাথিং””অামি তাদের কে বলছি বাতাস তো দেখা যায় না বিশ্বাস তো করেন,ফুলের শুভাস তো দেখা যায় না বিশ্বাস তো করেন,,অাজ করোনা তো দেখা যাচ্ছে না বিশ্বাস তো করছেন,,অাসলে কী অামরা অামাদের দম্ভভক্তি তে অাটকে অাছি ,,অামি অাপনি যে কিছুই না তা এই সামান্য করোনা ভাইরাস এর কথা ভেবে অাল্লাহকে বেশি বেশি স্বরন করি এবং নিজেরা বাড়িতে অবস্থান করি ,,ওয়ামা তৌফিকী ইল্লা বিল্লা…সেলিম অাহাম্মেদ তাক্কু