মোঃফয়সাল চৌধুরী: কুষ্টিয় ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন উপলক্ষ্যে, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভায় বেলা ১১ টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে যোগদান ও কেক কেটে জন্মদিন পালন করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ পরিবার। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান রনি, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক,সাবেক দপ্তর সম্পাদক এ.কে আজাদ,সাবেক উপ-দপ্তর সম্পাদক হাফিজ মাহমুদ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম লিমন,কুষ্টিয়া শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান পাপ্পু, কুমারখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসিম আহমেদ ও ছাত্রনেতা রাজিব আহমেদসহ আরও অনেকেই। এ সময় তারা ১৫-আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও জাতীয় চার নেতাসহ সকল শাহাদাত বরণকারী শহীদের আত্মার শান্তির মাগফিরাত কামনা করেন।
১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।মৃত্যুর আগে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করে ঐ পাকিস্তানের ঘাতকেরা।