শাকিল আহামেদ রাজু ।। দুটি চেক জালিয়াতির মামালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার হাফিজকে গ্রেফতার করেছে ইবি থানার পুলিশ। এদিকেপুলিশ জানায় আটককৃত হাফিজুর রহমান দুটি চেকজালিয়াতির মামলায় ওয়াড়েন্ট ভুক্ত আসামী হাফিজ পালিয়ে বেড়াচ্ছিল। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তে তাকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে গ্রেপ্তার করি। আসামী হাফিজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ঝাড়ুদার । ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই কর্মচারী চেক জালিয়াতির দুটি মামলায় সাজা প্রাপ্ত হয়েছে। তাঁর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁকে গ্রেফতার করে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, তাঁর ব্যাপারে আমরা এখনো লিখিত কোন কাগজ-পত্র পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।